Wellcome to National Portal
Main Comtent Skiped

সিটিজেন চার্টার

কৃষি সম্প্রসারন অধিদপ্তরের দায়িত্ব হচ্চে সকল শ্রেণীর চাষিদেরকে তাদের চাহিদা মত ফলপ্রসূ ও কাযকর সেবা প্রদানকরা, যাতে তারা তাদের সম্পদের সবত্তোম ব্যবহার করে স্থায়ী কৃষি ও আথসামাজিক উন্নয়নে অবদান রাখতে পারে। উক্ত দায়িত্ব পালনে নিম্নক্তা নীতি মালার আলোকে কৃষি সম্প্রসার বিভাগ কাজ করছেঃ-

Øসকল শ্রেণীর কৃষকদেরকে সম্প্রসারন সহায়তা দেওয়া।

Øদক্ষ সম্প্রসারন সেবা প্রদান

Øবিকেন্দ্রীকরণ

Øচাহিদা মাফিক সম্প্রসারন সেবা প্রদান।

Øসকল শ্রেণী কৃষক দলের সাথে কাজ করা।

Øকৃষি গবেষনা ও কৃষি সম্প্রসারন সম্পর্ক জোড়দার করণ।

Øসম্প্রসারন কমীদের সময়্উপযোগী প্রশিক্ষণ ।

Øসম্মন্বিত সম্প্রসারন সাহায়তা প্রদান

Øসম্পন্তিব কাযক্রম গ্রহন করে সম্প্রসারনে সেবা গ্রহণ।

Øপরিবেশ সংরক্ষনের সম্পন্তিব সহায়তা প্রদান।

 

        উক্ত নীতিমালার ভিত্তিতে জাতীয় কৃষি সম্প্রসারন ব্যবস্থার অধিনে কৃষি ক্ষেত্রে সম্প্রসারন সেবা দানকারী সকল প্রতিষ্ঠান ও সংস্থা কে দক্ষ ও পরষ্পরের সহযোগীতা ও সম্পুরক মৃলক সেবা প্রদানে উৎসাহিত করে কৃষি  ক্ষেত্রে সম্মৃদ্ধি আনায়ন সম্ভব।